ভ্রমন টিপস হাজার হাজার দেওয়া যায়।তবে আপনার জন্য সেরাগুলো আপনাকেই বেঁছে নিতে হবে।ভ্রমনের সময় হুটহাট করে কোন ডিসিশান নেওয়া উচিত নয়।
ভ্রমনের হাজারো টিপসের মধ্যে আমার কাছে জরুরী ১৭টি টিপস আপনাদের সাথে এই ব্লগ পোস্টে শেয়ার করবো।
এই টিপস গুলো মেনে চললে আপনার ভ্রমন হবে প্যারা মুক্ত, চিল ও অভিজাত্যময়।
ভ্রমন করতে কার না ভালো লাগে।অল্প খরচে লাক্সারিয়াস ভ্রমন সকলেই পেতে চায় ভ্রমন আমাদের চিন্তা চেতনাকে প্রসারিত করবে।বৃত্তের বাইরে ভাবতে শেখায়।বৃত্তের বাইরে চলতে শেখায়।
পুর্ব থেকে পরিকল্পনা না থাকলে অনেক সময় ছোট খাটো ভুল আপনার জার্নিকে আনন্দময় থেকে বিষাদ পরিবর্তন করতে পারে।
সেই ছোট খাটো ভুল যেন না হতে পারে তার জন্য আপনারা নিচের টিপস গুলো ফলো করতে পারেন।আমার ভ্রমন অভিজ্ঞতা আপনার উপকারে আসবে।
ভ্রমন টিপস গুলো ফলো করতে চেষ্টা করুনঃ
১৭।মোবাইলে নয় কাগজে লিখে রাখুন প্রয়োজনী ও প্রিয়জনদের নাম্বার।আমি তো কারো মোবাইল নাম্বার মনে রাখতে পারি না।
ওয়াফ, হাজবেন্ড, বাবা-মা, বাজার নাম্বার, বন্ধু এবং অফিসের কলিগ বা বসের নাম্বার কাগজেও লিখে রাখুন।মনে রাখতে পারলে বেটার না হলে কাগজে লিখুন।
বলা তো যায় না আপনার মোবাইল হয়ত নষ্ট হয়ে গেল।হারিয়ে গেলো অথবা ছিনতাইকারী নিয়ে গেল।
তখন যাতে কাছের মানুষকে আপনার তথ্য জানাতে পারেন সেইজন্য এই ব্যবস্থা রাখতে পারেন।
তাদের দুরচিন্তা থেকে মুক্ত রাখতে পারেন।তাই আমি সবসময় শর্টলিষ্ট করে প্রিয়জনদের এমনকি অফিসের বসদের নাম্বারও সযত্নে রাখি।
আর অবশ্যই সেটা কাগজে লিখে রাখি।
১৬।শারিরিক অসুস্থতায় ভ্রমন থেকে বিরত থাকা উচিত।অনেক কিছুর জন্য ফিটনেস দরকার।মনে রাখবেন ভ্রমন আনন্দের জায়গা।
অসুস্থ থাকলে ডাক্তার সাহেবগন ও বেড রেস্টের কথা বলে থাকেন।তাই অসুস্থ অবস্থায় আনন্দ ভ্রমনে যাওয়া উচিত নয়।
মন ও শরীরে সজীবতা হতে পারে একটি আনন্দময় ভ্রমনের পুর্ব শর্ত।
১৫।অনেক রোগের জন্য আপনাকে রেগুলার ওষুধ খেতে হতে পারে। সেই ওষুধে অনেক জায়গায় নাও পেতে পারেন।
তাই ভ্রমনের সময় আপনার জন্য প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন।সেই সাথে প্রাথমিক ভাবে জ্বরের ওষুধ রাখতে পারেন।এতে আপনি স্বস্তি পাবেন।
আপনার সাথে ভ্রমনকারী গণ ও স্বস্থিতে থাকবে।
১৪।বাজেটের বাইরেও কিছু অতিরিক্ত টাকা রাখুন।এই অতিরিক্ত টাকা রাখাকে বলে ব্যাক আপ বাজেট।
অনেক সময় সর্তকতা অবলম্বন করার পড়ও আপনার ম্যানিব্যাগ হারিয়ে ফেলতে পারি।
কারন ভ্রমন আর উচ্ছলতা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে থাকে।আবার অনেক সময় চুরি ছিনতাই হতে পারে।
তাই আপনার স্বযত্নে ক্রেডিট কার্ড গোপন জায়গায় রেখে দিন।সাথে কিছু নগদ টাকা রাখুন।
হাতের প্যাচ এই কয়েকটি ব্যাক আপ বাজেট অনেক সময় গুরুত্বপুর্ন ভুমিকা রাখবে।
১৩।খোলামেলা মন নিয়ে ভ্রমন করা উচিত।অন্য কিছু বিবেচনায় বা জাজমেন্ট করা উচিত নয়।অপরের প্রতি শ্রদ্ধাশীলতা ও বিনয়ী হওয়া উচিত।অনেক সময় লং জার্নিতে বোরিং লাগতে পারে।সেই সময় বই হতে পারে আপনার উপযুক্ত সঙ্গী।সাথে দুই একটা বই রাখা যেতেই পারে।
আরো পড়ুনঃ কক্সবাজার ভ্রমন টিপস নতুনদের জন্য।
১২।ফ্রি পেলেই সবকিছু লুফে নিতে হবে তা কিন্তু নয়।পাবলিক ওয়াইফাই ব্যবহার থেকে বিরত থাকুন।
বিশেষ করে বিমান বন্দর গুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবহার থেকে আমি বিরত থাকি।আপনার প্রতি আমার পরামর্শ, আপনি ব্যবহার থেকে বিরত থাকুন।
তবে হোটেল কর্তৃপক্ষের নিকট থেকে পাসওয়ার্ড নিয়ে ব্যবহার করা যেতে পারে।
১১।হোটেলের ফোন নম্বর নিজের ফোনে সেইভ করে রাখতে হবে।যেন ভুলে না যান।সবসময় স্থানীয়দের জিজ্ঞাসা করে খাবার ভালো হোটেল এর ঠিকানা লিখে রাখুন।
স্থানীয় বিখ্যাত কি খাবার আছে সেটা জানার জন্য স্থানীয়দের জিজ্ঞাসা করুন।
ভ্রমন টিপস আপনার জার্নিকে সহজ করবেঃ
১০।পাবলিক পরিবহনে চলার আগে অবশ্যই পরিবহনের ভাড়া জেনে নিতে চেষ্টা করতে পারেন।এখান থেকে আপনি অনেক টাকা বাচাতে পারবেন।
কারন ভ্রমনের সময় এখান থেকে আরেক জায়গাতে যেতে লোকাল ট্যান্সপোর্ট ব্যবহার করতে হয়।
৯।ইলেকট্রনিক্স গেজেট, আপনার প্রয়োজনীয় ঔষুধ, টুথব্রাশ এবং ব্যাকপ্যাক এ অতিরিক্ত জুতা রাখুন।ভ্রমনের এই সমস্ত আইটেম সব সময় বহন করতে হবে।
আর যদি আপনি কক্সবাজারের মত সাগর সৈকতে বেড়াতে যান তবে অতিরিক্ত সাঁতারের পোশাক নিতে হবে।
আবার যদি সাগরের সৈকতে খালি পা হাটতে চান তবে অতিরিক্ত হালকা গঠনের জুতা সাথে নিতে পারেন।
৮।ব্যাকপ্যাক গুছিয়ে নিন ২থেকে ৩দিন আগে।আগে থেকে লিস্ট করে রাখতে হবে।ভ্রমনে যারার আগে লিস্ট ধরে ব্যাগ গুছিয়ে নিতে হবে।
হাতে সময় রেখে ব্যাগ গোছালে কিছু ভুলে গেলে অথবা কিনতে হলে সেটা আনা যাবে।
৭।অতিরিক্ত আন্ডারওয়্যার নিতে হবে।কারন ভ্রমনের সময় আমরা সাধারণতঃ সব সময় ঘুরার উপরে থাকি।
অতিরিক্ত ঘোরাঘুরির ফলে ঘেমে দুর্গন্ধ বের হয়।পরের দিন নতুন আন্ডারওয়্যার পড়তে হবে।
তা না হলে আবার যদি পুর্বের টা পড়েন তবে সেখান থেকে ব্যকট্রেরিয়ার জম্ম হয়ে বিভিন্ন স্কীন ডিজিজের জম্ম বা বিস্তার লাভ করতে পারে।
তাই ভ্রমনের সময় অতিরিক্ত আন্ডারওয়্যার নিলে আপনি অনেকটা বিরক্তিকর অবস্থা থেকে রক্ষা পাবেন।
৬।ভ্রমনের সময় আমাদের অনেক গুরুত্ব পুর্ণ কাগজপত্র সাথে নিতে হয়।হোটেলে থাকতে হলে ভোটার আইডি কার্ডের দরকার হয়।
সরকারী অফিসে চাকরীরতদের ক্ষেত্রে ছুটির আবেদন পত্র রাখতে হবে।বিদেশে গেলে পাসপোর্ট ও ভিসা ইত্যাদি রাখত হয়।
উপরের কাগজ পত্রগুলো সব সময় ফটোকপি করে রাখুন।অনেক তাড়াহড়োর মধ্যে বেখিয়ালে প্রয়োজনীয় কাগজপত্রগুলো হারিয়ে ফেলাটা অস্বাভাবিক নয়।
৫।ভ্রমনের সময় আপনাকে পোশাক সচেতন হতে হবে।একেক সীজনে একেক ধরনের পোশাকে মানুষ কমফোর্ট ফিল করে।
যে পোশাকে আয়েশ ফিল করেন আপনি সেই পোশাক নিন।তবে মনে রাখবে শীত কালে গরম কাপড় ও ভাড়ি মোজা জুতা নিতে হবে।
গরম কালে হালকা পোশাক নিতে পারেন।তবে সাগর পাড়ে বসতে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে।
৪।ইম্পর্টেন্ট একটি বিষয় হচ্ছে ছবি তোলা।ছবি তুলতে হবেই না হলে স্মৃতি ধরে রাখা যায় না।সুন্দর পরিপাটি হয়ে ক্যামারায় পোজ দেওয়া উচিত।
হাজার হাজার ছবি তুলুন।অনেক মোবাইলেই আনলিমিটেড ছবি তোলার অপশন থাকে।বেশ কয়েক বছর আগে এক রীলে মাত্র ৩৪টি ছবি তোলার ব্যবস্থা থাকতো।
তাই ভ্রমনের সময় আপনার ক্যামেরার জন্য সাথে করে অতিরিক্ত একটি বা দুইটি ব্যাটারি নিতে ভুলবেন না।
যদি মোবাইলে ছবি তুলতে চান তবে অতিরিক্ত একটি পাওয়ার ব্যাংক সাথে নিতে হবে।
একটু ভুলের জন্য চমৎকার লোকেশান ফ্রেমবন্দি করতে পারবেন না।শেষে আফসোসের সীমা থাকবে না।
ভ্রমন টিপস এ বোনাস কয়েকটি টিপসঃ
ভ্রমন টিপস - www.ourcoxsbazar.com |
৩।বাংলাদেশে অনেক এলাকাতে স্থানীয় ভাষার দাপট অনেক।বিশেষ করে সিলেট, চট্রগ্রাম ও কক্সবাজারে।
এই এলাকায় গেলে স্থানীয়দের ভাষা বুজতে পারা খুবই শক্ত।তাই তাদের সাথে বাত চিত সহজ করতে কিছু স্থানীয় ভাষা শিখে রাখা উচিত।এতে ভ্রমন প্রানবন্ত হবে।
২।ভ্রমনের লিস্ট তৈরি করুন।কমপক্ষে ১০দিন পুর্বে আপনার প্রয়োজনীয় লিস্ট করুন।
ভ্রমন কালীন সময় সাথে কি নিবেন তার একটা তালিকা মোবাইলের নোট প্যাডে লিখে রাখুন।অবশ্যই নাম্বার দিয়ে তৈরী করুন।
সিজন অনুযায়ী পোষাক নির্ধারণ করুন।
১।সময় নিয়ে মনস্থির করে পরিকল্পনা করুন।মনে রাখবেন তাড়াহুড়ো করতে যেয়ে যেন ভুল পরিকল্পনা না করা হয়।মাথায় রাখা উচিত বৃষ্টির সময় যেন পাহাড়ে বেড়াতে না যাওয়া হয়।
0 Comments