ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার একটি লাক্সারিয়াস ফাইভ স্টার আবাসিক হোটেল। এটি কক্সবাজারের কলাতলীতে অবস্থিত। আমার এখানে এক রাত কাটানোর সৌভাগ্য হয়েছিলো এই জন্য এই হোটেল সম্পর্কে আমি লিখতে চেষ্টা করতেছি।
এই হোটেল কলাতলী নিকটে অবস্থিত। ডলফিন মোড় - সুগন্ধা পয়েন্ট মেইন রোডের পশ্চিম প্বার্শে অবস্থিত। পশ্চিম পাশে অবস্থিত হওয়ার কারনে কিছু বাড়তি সুবিধা পাবেন। আপনাকে মেইন রোড পার হয়ে বীচে যেতে হবে না। ২মিনিটে পায়ে হেটে যেতে পারবেন বীচে।রাস্তা পার না হয়েই খেতে যেতে পারবেন বিখ্যাত পৌষী রেস্তোরাতে।আর এই কারনেই এই হোটেল কে বাছাই করেছিলাম ফ্যামিলিসহ অবস্থানের জন্য।যদিও বেস্ট ওয়েষ্টার্ন হেরিটেজ হোটেলে থাকতে চেয়েছিলাম। কিন্তু রাস্তা পাড়াপাড়ে অসুবিধার জন্য বাচ্ছাদের নিয়ে ঐ হোটেল কে পছন্দের তালিকা থেকে বাদ দিতে হয়েছিলো।
লোকেশানঃ ২৮-২৯ হোটেল মোটেল জোন, কলাতলি রোড, কক্সবাজার-৪৭০০।
যাক সে কথা অনেক সুবিধার মধ্যে এই ফাইভ স্টার হোটেলের রিজার্ভেশন স্টিস্টেম নিয়ে আমার আপত্তি আছে। এটা তাদের সীমাবদ্ধতা বলেই আমার কাছে মনে হয়েছে। ইমেইল করেছি, তাদের কে ফোন করেছি। কিন্তু কোন রেসপন্স পাই না। তারপর লোক পাঠিয়ে বুকিং কনফার্ম করেছি। তবে এরা হাই লেভেল মার্কেটিং পলিসি ফলো করেন। আমাদের সাথে যাওয়া ছোটভাই ইউ এস বাংলার প্রমোশন অফার গ্রহন করে সহজেই এই হোটেলের রিজার্ভেশন কনফার্ম করেছিলো।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার এ তাদের গেস্টদের জন্য এয়ার পোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস দিয়ে থাকে। যা একদম নিখুঁত টাইম মেনে চলে। এই সার্ভিস এর জন্য তাদের কে টেন অন টেন দিবো।
কোন প্রকার ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করে নাই। অথচ অনেক তারকা বিহীন হোটেল এন্ড রিসোর্ট এ দিয়ে থাকে। ঢোকা মাত্র লাগেজে ট্যাগ লাগানো হয়। এখান কার স্টাফদের ব্যবহার অতিচমৎকার।
কক্সবাজারের অধিকাংশ হোটেল এর চেকইন ও চেক আউটের সময় একই। এখানে চেক আউটের সময় দুপুর ১২টা। চেক আউটের সময় দুপুর ২টা।
এদের রিসিপশনের আন্তরিকতা, বিশাল লবি, লবির মাঝে একটি সাজানো রেস্টুরেন্ট ও স্নাক্স সেন্টার যা ভ্রমনের ক্লান্তি দূর করে দিতে পার নিমিষেই।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার এর রুম ক্যাটাগরিঃ
১। প্রেসিডেন্সিয়াল স্যুটঃ
১৩০০বর্গফুটের একটি কক্ষ যেখানে আছে একটি লিভিং রুম, একটি ড্রইং রুম, একটি অফিস রুম ও ২টি বেড রুম। অত্যন্ত সুসজ্জিত ও আধুনিক ফিটিংসের সমারোহ। ওয়াশ রুমে আধুনিক সুযোগ সুবিধা সহ আছে বাথটাব। এই স্যুটে ৪-৬ জনের থাকার ব্যবস্থা আছে।
অন্যান্য সুবিধাঃ 32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।
প্রেসিডেন্সিয়াল স্যুট এর র্যাক রেট ঃ ৯০০০০টাকা প্রতি রাত। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
২। ক্রিয়েটিভ স্টুডিওঃ
একটি সুসজ্জিত বেড রুম ও আছে একটি লিভিং রুম। এই স্যুটের আয়তন ৬৫০বর্গফুট। প্রতিটি রুমে আছে হস্তশিল্পের কারুকার্য ময় বিভিন্ন আসবাবপত্র। ওয়াশ রুমে আছে একটি বাথটাব। সেই সাথে আছে ব্যালকনি যেখানে বসে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম প্রাকৃতিক সুমদ্র সৈকতের সৌন্দর্য্য উপভোগ করতে পারবেন।
অন্যান্য সুবিধাঃ 32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।
ক্রিয়েটিভ স্টুডিও স্যুটের এর র্যাক রেট ঃ ৩৫০০০টাকা প্রতি রাত। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৩। হানিমুন স্যুটঃ
৫৫০বর্গ ফুটের বিশাল একটি রুম।সুসজ্জিত, আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত। বিভিন্ন ইন্টেরিয়র সহ আধুনিক ওয়াশ রুম সাথে আছ বাথটাব।
অন্যান্য সুবিধাঃ 32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।
হানিমুন স্যুটের এর র্যাক রেট ঃ ২৫০০০টাকা প্রতি রাত। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৪। এক্সিকিউটিভ স্যুটঃ
এক্সিকিউটিভ স্যুট ওশান প্যারাডাইসে সাধারণত দুই ধরনের হয়ে থাকে। এক্সিকিউটিভ স্যুট সী ভিউ উইথ ব্যলকনি। অন্য প্রকার এক্সিকিউটিভ স্যুট সীভিউ ব্যলকনি ছাড়া। রুমের গঠন এবং স্ট্রাকচার একরকম অথাৎ সুপ্রসস্থ রুম প্রায় ৫০০বর্গ ফুট।আধুনিক সুযোগ সুবিধা সহ আধুনিক ওয়াশ রুম সাথে বাথটাব।
অন্যান্য সুবিধাঃ 32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।
এক্সিকিউটিভ স্যুট এর র্যাক রেট ঃ এক্সিকিউটিভ স্যুট দুই ধরনের। এক্সিকিউটিভ স্যুট সী ভিউ ব্যলকনি সহ ২৪০০০টাকা প্রতি রাত। অন্যটি হচ্ছে এক্সিকিউটিভ স্যুট সী ভিউ ব্যলকনি ছাড়া যার র্যাক রেট ২০০০০টাকা। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৫। জুনিয়র স্যুটঃ
এই স্যুটের আয়তন ৫৫০ বর্গফুট। আধুনিক সুযোগ সুবিধা দ্বারা সাজানো রুম। ওয়াশ রুমে বাথটাব ও আধুনিক মানের ফিটিংস, প্রতিরুমের মতো আছে ফ্রিজ যাতে আছে বিভিন্ন খাবার যদিও এগুলো খেলে পেমেন্টস করতে হবে। আছে ব্যলকনি যেখানে দাঁড়িয়ে উপভোগ করা যায় সাগরের শুভ্র ও প্রবাহমান সৌন্দর্য্য।
অন্যান্য সুবিধাঃ 32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।
জুনিয়র স্যুট এর র্যাক রেট ঃ ১৬০০০টাকা প্রতি রাত। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
আরো পড়ুনঃ রয়েল টিউলিপ সী পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা (Royal tulip sea pearl beach resort)
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার এর অন্যান্য রুমের সুবিধা ও রেটঃ
৬। সুপিরিয়র ডিলাক্স মাউন্টেইন ভিউ ব্যলকনি ছাড়াঃ
32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।ওয়াশ রুমের বাথাটাব থাকবে না। রুমে ব্যলকনি থাকবে না। এখান থেকে সুমদ্র দেখা যাবে না। তবে পাহাড় ও শহর দেখত পারবেন।
সুপিরিয়র ডিলাক্স মাউন্টেইন ভিউ ব্যলকনি ছাড়া এর র্যাক রেট ঃ ১১০০০টাকা প্রতি রাত।এইটা হচ্ছে এই পাঁচ তারকা মানের হোটেলের সবচেয়ে কম প্রাসের হোটল। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৭। ডিলাক্স ব্যলকনি সহঃ
উপরে উল্লেখিত সুপিরিয়র ডিলাক্স মাউন্টেইন ভিউ ব্যলকনি ছাড়া রুমে সকল সুবিধাসহ এতে ব্যলকনি পাবেন। এটাও একটা মাউন্টেইন ভিউ রুম। অনেকেই ব্যলকনি না থাকলে ভালো ফিল করে না এই রুম তাদের জন্য।
ডিলাক্স ব্যালকনি সহ এর র্যাক রেট ঃ ১২০০০টাকা প্রতি রাত। তবে বেশির ভাগ সময় বিভিন্ন প্রমোশনাল অফার থাকে। অফপিক সীজনে এই রেটের ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যায়।
৮। সুপিরিয়র ডিলাক্স সী ভিউ ব্যলকনি সহঃ
32" এলসিডি টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, বাথটাব, বুফে ব্রেকফাস্ট কম্পিলিমেন্টারি, ড্রেসিং মিরর, ইলেকট্রনিক সেফটি লকার, চুল শুকানোর যন্ত্র, হাইস্প্রীড ওয়াই-ফাই, ইন্টারকম, বিলাসবহুল জিনিসপত্র সঙ্গে কিং সাইজ বিছানা, মিনারেল ওয়াটার 500ml @ 02 বোতল।ওয়াশ রুমের বাথাটাব থাকবে না। রুমে ব্যলকনি থাকবে। এখান থেকে সুমদ্র দেখা যাবে। আপনার কিং সাইজ বেডে শুয়ে থেকে সাগরের সাদা পানির সহিত আকাশের মিতালী দেখতে পাবেন। আর মনে মনে গাইবেন জেমসের গান - আকাশ মাটি যেথায় মিশে, থাকবে সেথায় সে বসে। দেখা হবে প্রথম বার আমার সঙ্গে প্রিয়ার।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার এর কম্পিলিমেন্টারি যে সকলো সার্ভিস বিনামুল্যে পাবেন।
১। এয়ার পোর্ট পিক এন্ড ড্রপ সার্ভিস।
২। হাই স্প্রীড ওয়াই ফাই ইন্টারনেট।
৩। সুইমিং পুল ব্যবহার করতে পারবেন ইচ্ছে মতো।
৪। ওয়েল ইকুপমেন্ট জিমনেশিয়াম ব্যবহার করতে পারবেন।
৫। বুফে ব্রেকফাস্ট এর ব্যবস্থা আছে দুই জনের জন্য। তবে এক্সটা বেড নিলে তার জন্য বুফে ফ্রী।
৬। ফ্রী মিনারেল ওয়াটার প্রতি জনের জন্য ৫০০মিলি।
৭। টুথপেস্ট ও ব্রাশ।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার এর অন্যান্য সুবিধা ও সেবা সমুহ
এখানে চারটি খাবারের জায়গা নির্ধারিত আছে। সুইমিং পুলের পাশে বসে খাবার খাওয়া অথবা সাগর দেখতে দেখতে খাবার খেতে অনেক প্রশান্তি দায়ক। কক্সবাজারের সেরা স্বাদ এখানে পেতে পারেন।
চাঁদনি লাউঞ্জ ঃ
এখানে বসে সমুদ্রের মনমুগ্ধকর দৃশ্য দেখার পাশা পাশি তাজা ও ভাজা খাবারের ধোঁয়াটে সুবাস আপনার খাবার বাসনাকে আরো বাড়িয়ে দিবে। সাথে থাকবে বিভিন্ন পানীয়। এখানে বসে খাবার খেতে পারা আপনাকে অন্য রকম থ্রিলার উপভোগের সুযোগ দিবে। সুসজ্জিত পরিবেশনা আপনাকে মুগ্ধ করে রাখবে।
পুল ক্যাফেঃ
এই হোটেলের ২য় তলাতে আছে সুইমিং পুল। অনেক সুন্দর চকচকে পানিতে গাঁ ভিজিয়ে সাঁতার কাটতে পারবেন আনলিমিটেড সময় ধরে। তার পর ক্লান্ত হয়ে বসার সোফাতে গাঁ এলিয়ে দিয়ে পুল ক্যাফে অর্ডার করতে পারবেন বিভিন্ন টাটকা ফলের জুস। মিষ্টি, টেঞ্জি ও টক স্বাদের জুসে চুমুক দিয়ে চিল আউট করতে পারবেন। পুলের ধাঁরে বসে বিকেলে মিষ্টি রোদে বসে আলস্যকে উপভোগ করুন।
কলাতলী ক্যাফেঃ
এটা লবিতে প্রবেশের পাশেই অবস্থিত। এখানে বসে আড্ডা দিন। প্রিয়জনের সাথে কথোপকথন করুন অথবা একক ভাবনায় ডুবে যান। আরাম করুন অথবা কক্সবাজারের সেরা লাইভ মিউজিক উপভোগ করুন। সেরা স্নাক্সস এর সাথে ধোঁয়া উঠা সতেজ চা ও কফির কাপে চুমুক দিন।
ক্যারি লিফঃ
এখানে আপনার জন্য থাকবে বুফে ব্রেকফাস্ট এর আয়োজন। যা প্রতিটি গেষ্ট এর জন্য কম্পিমেন্টারী। আধুনিক ভাবে সজ্জিত। এখানে বিখ্যাত সেফ দের রান্না করা বাংলা, ভারতীয় ও চাইনিজ খাবার পাবেরন। ডিনার ও লাঞ্চের জন্য আলাদা পেমেন্ট করতে হবে। এই খানে বসে কক্সবাজারে কলাতলী রোডের চিত্র দেখতে পারবেন। এখান থেকে শহরে ভিউ দেখা যায়।
সুইমিং পুলঃ
অনেক সুন্দর ও আধুনিক ভাবে সুসজ্জিত। দৃষ্টিনন্দন।এখানে আছে বসে থাকার জন্য আছে সুন্দর একটি দোলনা। যাতে দোল খেতে ছবি তুলতে পারবেন। এখানে আছে সুন্দর একটি জুসবার। বিকেলের সুর্য যখন পশ্চিম আকাশে অস্ত যাবার প্রস্তুতি নেয় সেই সময় এখানে বসে থাকতে অন্য রকম অনুভুতি হয়। সুইমিং পুলটি ২তলাতে অবস্থিত। ছোট সোনামনিদের জন্য আছে আলাদা সুইমিং পুল। দুইটি পুলই পাশাপাশি অবস্থিত। প্রায় সময়ই সুইমিং পুল বিজি থাকে। আমি যেহেতু ফ্যামিলি নিয়ে ছিলাম । তাই পুলের দ্বায়িত্বে থাকা স্টাফদের নিকট থেকে যেনে নিয়েছিলাম কখন ফাঁকা থাকে। সাধারনত বিকালের দিকে অর্থাৎ চারটার দিকে একদম ফাঁকা থাকে। এখানে পর্যাপ্ত তাওয়াল আছে। স্টাফ দের ব্যবহার অতি চমৎকার।
জিমনেশিয়ামঃ
এখানে সুইমিং পুলের পাশেই আছে একটি আধুনিক ইকুপমেন্ট সমৃদ্ধ ফিটনেস সেন্টার। প্রত্যেক গ্রেষ্ট এটা ব্যবহারের সুযোগ পেয়ে থাকে। পরিপাটি, চাহিদা মাফিক ইকুপমেন্ট আপনাকে মুগ্ধ করবে। এটিও বিনামুল্যে ব্যবহার করা যায়।
স্পা সেন্টারঃ ২য় তলাতে স্পা সেন্টার অবস্থিত।যদিও আমি এখানে কোন সার্ভিস নেই নাই তবে অনেকেই সার্ভিস নিয়ে থাকে। মন কে সতেজ করতে যে কেউ এখানে সার্ভিস নিতে পারেন। তবে এখানে সার্ভিস চার্জ দিতে হয়।
রিজার্ভেশনঃ
এখানে রিজার্ভেশন ব্যবস্থা আমার কাছে দুর্বলই মনে হয়েছে। আমি ইমেইল করেছি। উত্তর পাই নাই। ফোন করেও বুক করতে পারি নাই। হতে পারে একটা রুম সেই জন্য গুরুত্ব কম পেয়েছি। তবু আপনাদের সুবিধার জন্য ইমেইল ও ফোন নম্বর উল্লেখ করলাম।
অফার জানতে ও রুম বুক করতে ক্লিক করুন।
ইমেইলঃ reservation@oceanparadisehotel.com
ফোনঃ +8809619675675
ওয়েব এড্রেসঃ oceanparadisehotel.com
তবে বুকিং না করে গিয়ে সরাসরি বুক করলে রুম রেন্ট কম পাওয়া যায় এবং ভালো রুম পাওয়া যায়। তবে সেই ক্ষেত্রে পিক সিজনে রুম না পাওয়ার ঝুকি থেকে যায়।
ওশান প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট কক্সবাজার অনেক আধুনিক। এদের রুম সার্ভিসসহ ও স্টাফ দের ব্যবহার অনেক ভালো। আপনি কক্সবাজারে এসে এখানে থাকলে ভিন্ন ধরনের অভিজ্ঞতা লাভ করবেন। এখানে অবস্থান আপনাকে প্রশান্তি দিবে। অনেক দিন পর্যন্ত আপনার স্মৃতিতে অম্লান থেকে যাবে।
0 Comments