রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড (radiant fish world) শুধু কক্সবাজার নয় বাংলাদেশের প্রথম আন্তজার্তিক মানের ফিস একুরিয়াম। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন কেন্দ্র খ্যাত কক্সবাজার এর ঝাউতলায় অবস্থিত।
নতুন এই বিনোদন কেন্দ্রের নাম রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড। ছবির মত সাজানো এই বিনোদন কেন্দ্রের নতুন সংযোজন হচ্ছে ফিশ মিউজিয়াম।
রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড (radiant fish world) কি কি আছেঃ
চারতলা বিশিষ্ট পুরো ভবন জুড়ে আছে এই স্থাপনা। ভবনের সামনে আছে খোলা মেলা গাড়ি পাকিং এবং ফটো সেশনের ব্যবস্থা।
প্রবেশের পথে আছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড লেখা পাথর খচিত অংশ যেখান থেকে ঝর্ণা ধারার মত পানি প্রবাহিত হচ্ছে। যদিও ঝর্ণাটি কৃত্রিম। তবুও ফটো সেশনের জন্য এটি একটি পারফেক্ট জায়গা।
প্রবেশ পথ পেরিয়ে একুরিয়াম কমপ্লেক্স এ প্রবেশ করলে দেখতে পারবেন সাগর ও মিঠা পানির প্রায় ১০০ প্রজাতির মাছ।
বিরল প্রজাতির মাছগুলো রাখা আছে আলাদা আলাদা একুরিয়াম। প্রবেশ করে দেখতে পারবেন বিভিন্ন বর্ণীল প্রজাতি মাছ চৌবাচ্চায় ঘুরে বেড়াচ্ছে। ইচ্ছে করলেই আপনি এই মাছদের খাওয়াতে পারবেন।
মাত্র ২০ টাকার বিনিময়ে ১টি ফিডার ভর্তি খাবার নিয়ে ক্ষুদার্থ এই মাছদের খাবার খাওয়াতে পারবেন যা সত্যিই রোমাঞ্চকর। বিশেষ করে শিশুর খুব আনন্দ নিয়ে এই বিষয়টা উপভোগ করে।
বিভিন্ন প্রজাতির মাছের মধ্যে আছে হাঙ্গর, পিরানহা, শাপলাপাতা, পানপাতা, কাছিম, কাঁকড়া, সামুদ্রিক শৈল, পিতম্বরী, সাগর কুঁচিয়া, বোল, জেলিফিশ, সী - হর্স, চেওয়া, পাঙ্গাস, আউস সহ আরো অনেক মাছ ও জলজ প্রানী।
প্রবেশ ফি ৩০০ শত টাকা মাত্র।
দ্বিতীয় তলাতে আছে থ্রি ডি মুভি দেখার ব্যবস্থা। সাগরতলের না্না রহস্য ও ভয়ংকর অভিযানের গল্প আপনাকে মুগ্ধ করবে।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড কক্সবাজার - www.ourcoxsbazar.com
একেবারে সামনের ছিটে বসে উপভোগ করতে পারবেন জীবন্ত অনুভতি। ভয়ংকর মাছের আপনার দিকে ছুটে আসা।
সাপ জাতীয় জীবন্ত জীবের আপনাকে আক্রমণ করা। এ এক অন্য রকম অনুভুতি। আরো আছে ফুট ম্যাসাজ থেরাপী। সেটা কেমন?
এটা সাধারণ থেরাপী নয়। আপনি হালকা কুসুম পানিতে পা ডুবিয়ে নরম সোফায় গাঁ এলিয়ে দিবেন। আর ছোট ছোট মাছ আপনার পায়ে এসে আলতো করে ঠোকর দিয়ে যাবে।
এই আবেশে আপনি কখন যে ঘুমিয়ে যাবেন বুজতে পারবেন না এটা এক অন্যরকম অনুভুতি।
আরো পড়ুনঃ কক্সবাজার দীর্ঘতম সমুদ্র সৈকত।
থ্রি ডি মুভি দেখতে আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০টাকা। আর থেরাপি নিতে পারবে ১৫০ থেকে ২০০ টাকা।
চার তলায় আরো আছে শপিং মল।এতে আছে সুভিন্যর যা কিনে নিয়ে আসতে পারেন। কক্সবাজার ভ্রমনের স্মৃতি হিসাবে।
আরো আছে শিশুদের জন্য খেলার জোন। কক্সবাজারের মোটামুটি পরিছন্ন স্নাক্স সেন্টার।
বিভিন্ন কেক ও আসল জুসের স্বাদ নিতে চলে আসতে পারেন এখানে। দামগুলো ফিক্সড এবং রিজনেবল।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড আপনাকে নতুন কিছু দেখার অভিজ্ঞতা দিবে। কিছু ইউনিক ছবি তোলার ব্যাকগ্রাউন্ড ও ঘন্টা ৩ সাগরের তলদেশে ঘুরে বেড়ানো চমৎকার অভিজ্ঞতা নিয়ে ফিরে আসতে পারবেন।
রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড (radiant fish world) কিভাবে যাবেনঃ
সকাল ৮টা থেকে শুরু করে এই অত্যাধুনিক কেন্দ্রটি রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।
ফিস ওয়ার্ল্ড যেতে কক্সবাজারের যেকোন জায়গা থেকে সিএনজি, ইজিবাইক, অটোরিক্সা নিয়ে যেতে পারেন।
অবশ্য দরদাম করে নিবেন। কক্সবাজারের বাইরের লোকের কাছে এরা বেশী দাম হাঁকে। কলাতলী বীচ রোডে সবধরনের যানবাহন পাবেন।
কলাতলী থেকে রির্জাভ নিলে ইজিবাইক ৫০ - ৬০টাকায় নিতে পা্রবেন। শেয়ারে গেলে ১৫ থেকে ২০ টাকা লাগবে।
যেকোন বাহন নিয়ে আপনাকে প্রথমে ঝাউতলা আসতে হবে। সেখানে পৌষী রেস্টুরেন্ট এর সামনের কোন থেকে, বামদিক থেকে কয়েক পা এগুলেই দেখতে পারবেন রেডিয়েন্ট ফিস ওয়ার্ল্ড (radiant fish world)।
এটি শুধু একটি বিনোদন কেন্দ্র নয়। এটি সামুদ্রিক জীববৈচিত্র্যের এবং প্রানী সম্পর্কে শেখার একটি শিক্ষাকেন্দ্র।
0 Comments