আফরান নিশো জনপ্রিয় মডেল।ছোট পর্দার অর্থাৎ নাটকে দীর্ঘদিন তার জনপ্রিয়তা অটুট রেখেছে। অনেক ভক্ত তাকে দীর্ঘদিন বড় পর্দায় দেখার জন্য আগ্রহের সাথে অপেক্ষায় ছিলো।
তাদের জন্য সুখবর। নিশো কে অচিরেই বড় পর্দায় দেখা যাবে। সুড়ঙ্গ নামের সিনেমার মাধ্যমে তার অভিষেক হতে যাচ্ছে বড় পর্দায়।
সিনেমাটি পরিচালক জনপ্রিয় পরিচালক রায়হান রাফি।ছবিটি প্রযোজনা করছে দুইটি প্রতিষ্ঠান। একটি হচ্ছে চরকি আর অপরটি হলো আলফা আই স্টুডিওজ।
নিশোর সাথে নায়িকার ভুমিকায় থাকবে তমা মির্জা।
আফরান নিশো এর নতুন ছবির মহরত অনুষ্ঠিতঃ
ফেব্রুয়ারীর ২৮তারিখে রাজধানী ঢাকার একটি পাঁচ তারকা মানের হোটেলে এই সিনেমার শুভ মহরত অনুষ্ঠিত হয়।
এই সময় রেদোয়ান রনি চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, "আমরা ১২মাসে ১২টি সম্পুর্ন নতুন ছবি নিয়ে আসবো বলে কথা দিয়েছিলাম। তাই আমাদের এই উদ্যোগ। আশা করছি এবার সিনেমা হলে দর্শকদের জন্য ভিন্ন কিছু থাকবে।"
অভিনেতা আফরান নিশো তার সাবলিল ভঙ্গিতে বলেন, " ঢাকার রাস্তার জ্যাম পার করে এখানে উপস্থিত হবার জন্য সকলকে ধন্যবাদ জানাই।
সবারই স্বপ্ন থাকে বড় পর্দায় অভিনয় করার। আমার তো সব সময়ই ছিলো। আসলে জনপ্রিয় পরিচালক শব্দটি রাফি ওউন করে।
ওকে আমি এপরিশিয়েট করি। পরিচালক রাফি সাথে এটা আমার প্রথম কাজ। সেই সাথে এই ছবির নায়িকা তমার সাথেও আমার প্রথম কাজ।
এই ছবিটি যেহেতু আমার প্রথম কাজ তাই বড় পর্দায় সবার সাথে আমি নতুন। যদিও চরকি ও আলফা আইয়ের সাথে ছোট পর্দায় কাজ করেছি।
এতো গুলো প্রথমে একটু রিস্ক থাকে। সবাই ডেডিকেটেড, সবাই হার্ড ওয়ার্ক করছি সেহেতু একটা ভালো কিছু হবে।
আমাদের ডিওপি একমাসের বেশী সময় ধরে এটা নিয়ে কাজ করছে তাই আমরা আশাবাদী। সবাই আমাদের টিমের জন্য দোয়া করবেন।"
ক্রিয়েটিভ পরিচালক রায়হান রাফী বলেন, "চলচিত্রের চিত্রধারণের কাজ অচিরেই শুরু হবে। সুড়ঙ্গ এর গল্প আমার অনেক পছন্দের।
অনেকদিন আগে থেকেই এই রকম একটি গল্প নিয়ে ছায়াছবি বানাতে চাই। এই গল্পটাকে চিত্রনাট্যে রুপ দিতে বেশকিছু সীমাবদ্ধতা ছিলো।
নায়ক, নায়িকা, পরিচালক ও কলাকুশলীদের নিয়ে কিছু গল্প সিনেমায় রুপ দেওয়া সম্ভব নয়। দরকার স্ট্রং প্রযোজক। আমরা এখন তা পেয়েছি। আশা করি এটি একটি সফল সিনেমা হবে।"
আরও পড়ুনঃ বান্দরবান ভ্রমনে নিষেধাজ্ঞা।
আফরান নিশোর সাথে প্রথম ছবিতে তমা মির্জাঃ
চিত্রনায়িকা স্মৃতিচারণ করে বলেন, "রায়হান রাফী এটা তার প্রথম পথ চলা নয়। এর আগেও তিনি খাঁচার ভেতর অচিন পাখি নামে একটি ছবি করেছেন।
সে ছবিতে পাখি নামের চরিত্রে যে অভিনয় করে অনেকের মন জয় করেছেন তার কৃতিত্ব পুরোটা পরিচালক রাফী। তার কাছে আমি কৃতজ্ঞ। এই কৃতজ্ঞতা সারা জীবন থাকবে। তার কাছ থেকে অনেক শিখেছি।
আর আমার নায়ক আফরান নিশো এর সাথে এটা আমার প্রথম কাজ। তার সম্পর্কে বলতে আমি নার্ভাস ফিল করছি।
উনা সাথে বেশ কয়েকবার ছবিটির স্ক্রিপ্ট নিয়ে বসেছি, উনাকে অনেক প্রশ্ন করেছি। উনি বলেছেন আর আমি মুগ্ধ হয়ে শুনেছি।
আমাদের সিনেমার সঙ্গে শেষ পর্যন্ত সবাই থাকবেন। উপস্থিত সবাই আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
পরিচালক শিহাব শাহীন, তানিম নুর, অভিনয় শিল্পী শাহনাজ খুশি, মোস্তফা মনোয়ার, বৃন্দাবন দাস, সাংবাদিক, মিডিয়া অঙ্গনের অনেকে এই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলে।
সবাই আফরান নিশো প্রথম ছবি সুড়ঙ্গের সাফল্য কামনা করেন।
0 Comments