হোটেল সীগাল কক্সবাজার একটি লাক্সারী আবাসন (hotel seagull)


হোটেল সীগাল

হোটেল সীগাল লিমিটেড (Hotel Seagull Limited)

নামঃ সীগাল হোটেল লিমিটেড।

ঠিকানাঃ হোটেল – মোটেল জোন, কক্সবাজার সী বিচ, কক্সবাজার।

হোটেলের বর্ণনাঃ

বাংলাদেশের মানুষজন নাগরিক জীবনের ব্যস্ততার মাঝে প্রশান্তি খুঁজে পেতে চোখ বুজে চলে আসে কক্সবাজার।কক্সবাজার বাংলাদেশী ভ্রমন পিপাসু মানুষের নিকট খুবই জনপ্রিয় গন্তব্য।

পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক এই সমুদ্র সৈকত অপার্থিব সৌন্দর্যের পসরা সাজিয়ে অপেক্ষায় থাকে পর্যটকদের জন্য। এখানে একেকটি বিচের সৌন্দর্য একেক রকম যা সকালে বিকালে ভিন্নরুপ ধারণ করে।

বঙ্গোপসাগর পাড়ের মানুষের বৈচিত্র্যময় জীবনযাত্রা এক কল্পনা জগতের বাসিন্দা বানাতে সাহায্য করে।

মানুষের সরলতা আর সামুদ্রিক বিভিন্ন খাবার-দাবার মিলে জমজমাট আয়োজন হয় এই সৈকতকে ঘিরে। 

কক্সবাজারে আগত দর্শনার্থীদের জন্য এখানে গড়ে উঠেছে টু স্টার – থ্রীস্টার সহ বিভিন্ন মানের হোটেল এবং বিউটিফুল রিসোর্ট।

সীগাল হোটেল (Seagull Hotel)-এর মধ্যে একটি জনপ্রিয় ফাইভ স্টার হোটেল।

কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে অবস্থিত নিজস্ব বীচসহ ফাইভ স্টার মানের এই হোটেলটি।

শুধু আধুনিক নয় আছে অত্যাধুনিক ও বিলাসী আবাসনের পাশাপাশি নানান সুযোগ সুবিধা। 

সুইমিংপুল, ফিটনেস সেন্টারসহ হোটেলটিতে বার, রেস্টুরেন্ট, স্পা সেবা রয়েছে। এছাড়াও রয়েছে শিশু বান্ধব কিডস প্লে জোন, আছে বিজনেস সেন্টার সহ আধুনিক নিরাপত্তা ও স্বাস্থ্যবিধির ব্যবস্থা।

সীগাল হোটেল শুধুমাত্র কক্সবাজারের সেরা হোটেলগুলোর মধ্যে অন্যতম তা নয় বাংলাদেশের অন অফ দি বেস্ট হোটেল। 

এটি কক্সবাজারের প্রথম ফাইভ স্টার অভিজাত ডিলাক্স হোটেল।

পাঁচ তারকা মানের এই হোটেলটিতে রয়েছে ১৮২টি গেস্ট রুম এবং স্যুট,ঠান্ডা ও গরম পানির সুইমিং পুল, অত্যাধুনিক মানের রেঁস্তোরা এবং বিজনেস সেন্টার।

সীগাল হোটেলের ভ্রমনকারিদের জন্য প্যাকেজ ট্যুর সুবিধা রয়েছে।

হোটেল সীগাল রুম ও স্যুটের প্রকারভেদ:

মাধুরীমা স্যুটঃ

সীগালের মাধুরীমা স্যুটটি আপনাকে ১৮০০ বর্গফুট সমসাময়িক মার্বেল ও টাইলস এর ফিটিং আপনাকে চমকিত করবে।

হোটেল ভবনের উপরের তলায় অবস্থিত সম্পূর্ণ গোপনীয়তার সাথে প্রচুর খোলা জায়গা নিশ্চিত করে। 

রানির আকারের বিছানা সহ দুটি মাস্টার বেড রুম, ঝরনা ও স্নানের টব লাগানো ব্যক্তিগত বাথরুম এবং কাচের ছাদযুক্ত লিভিং প্লাস ডাইনিং রুম সহ সমস্ত আধুনিক সুযোগ সুবিধা রয়েছে।

বিস্তৃত খোলা সমুদ্রের দিকে প্রতিটি কক্ষের নিজস্ব বারান্দা রয়েছে।

সুইটঃ

একটি মাস্টার বেড রুম এবং একটি ড্রয়িং রুম নিয়ে গঠিত, আমাদের স্যুটগুলি বিলাসিতা এবং গোপনীয়তা উভয়কেই অনুকূলিত করার জন্য তৈরি করা হয়েছে। 

প্রতিটি স্যুটের নিজস্ব বারান্দা রয়েছে যা বঙ্গোপসাগরের দর্শনীয় লোভনীয় দৃশ্য দেখার নিশ্চয়তা দান করে।

ডিলাক্স রুমঃ

আমাদের ডিলাক্স রুমগুলি সমুদ্রের পাশ এবং পাহাড়ের উভয় অভিজ্ঞতা দেওয়ার জন্য ডিজাইন করা হয়েছে। 

আমাদের অতিথির নির্দিষ্ট চাহিদা মেটাতে দুটি আলাদা বিছানা অথবা একক রানী আকারের বিছানার বাবস্থা রাখা হয়েছে।

রেগুলার রুমঃ

অন্যান্য কক্ষ এবং স্যুটগুলির মতো সরলতার সাথে পরিপূর্ণরূপে নকশাকৃত, নিয়মিত কক্ষগুলি সমস্ত আধুনিক সুযোগ-সুবিধার সাথে সজ্জিত।

রুম ট্যারিফঃ

সীগাল হোটেল রুম ভাড়া

জেনে নেয়া যাক সীগাল হোটেল এর অন্যান্য পরিসেবা গুলো নিয়েও

  • সুইমিংপুল (Swimming pool)
  • রেস্টুরেন্ট (Five specialty Restaurants)
  • বার (Bar)
  • ফিটনেস সেন্টার (Fitness centre)
  • প্রাইভেট বিচ (Private sea beach)
  • গার্ডেন (Garden)
  • ইনডোর গেইম (Indoor game)
  • চিলড্রেন প্লে জোন (Kids play zone)
  • ফ্রি পার্কিং (Free car parking)
  • সাইবার ক্যাফে (Cyber Cafe)
  • বিজনেস সেন্টার (Business Centre)
  • কনফারেন্স এন্ড বাংকুয়েট ফ্যাসিলিটিজ (Conference and banquet facility)
  • এয়ারপোর্ট শাটল (Airport transfer)
  • লকার (Locker facility)
  • লাগেজ স্টোরেজ (Luggage Room)
  • টিকেটিং সার্ভিস (Airline and bus Ticketing)
  • লন্ড্রি সার্ভিস (Laundry service)
  • স্পা (Hot Spa & Massage)

সীগাল হোটেলে রেস্তোঁরা সুবিধা (Restaurant Facilities in Seagull hotel)

রংধনু

মাল্টি-কিউজিং মেনু এবং চমৎকার বুফে প্রাতঃরাশ (থাই, চাইনিজ এবং কন্টিনেন্টাল খাবারের বিশেষায়িত) পরিবেশন করছে কফি শপ। এটি একটি পঞ্চভুজাকার আকৃতির রেস্তোঁরা। 

চারপাশে এবং ছাদের কিছু অংশ গ্লাস দিয়ে তৈরি। আপনি খাওয়ার সময় সমুদ্রের বিস্তৃত প্রশস্ততা, দুর্দান্ত ৪ একর লন এবং ল্যান্ডস্কেপ দেখতে পারেন।

পারিজাত

খাঁটি বাংলাদেশী, তন্দুরি, কাবাবস এবং ভারতীয় খাবারগুলি সরবরাহ করে বিশেষ রেস্তোঁরা। হোটেলের ১ম তলায় অবস্থিত। 

আপনি রেস্তোঁরার একপাশে রাজকীয় পাহাড় এবং অন্যদিকে সমুদ্র দেখতে পারেন।

নিহারিকা

ছাদের শীর্ষে রেস্তোঁরাগুলি বিদেশী কাবাব, বার্বেক এবং ইতালীয় খাবারগুলি সরবরাহ করে। 

খেতে খেতে আপনি সমুদ্রের বাতাস অনুভব করতে পারেন এবং বঙ্গোপসাগরের প্যানোরামিক দৃশ্যটি দেখতে পারেন।

অবসর

একদম পুলের পাশের রেস্তোঁরা ও ডুবে যাওয়া বার আপনাকে বিভিন্ন ধরণের তরল, কোল্ড ড্রিঙ্কস, স্ন্যাকস, বার্বেক এবং পিজ্জা সরবরাহ করে।

* দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের আওয়ার কক্সবাজার ব্লগে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে Our Coxsbazar টিম দায়ী থাকবে না।

Post a Comment

0 Comments

হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজার (Hotel Sea World Cox'sbazar)