ডুলাহাজারা সাফারী পার্ক কক্সবাজার (dulahazra safari park coxsbazar)

ডুলাহাজরা সাফারি পার্ক (Dulahazra safari park) বাংলাদেশের কক্সবাজারের (coxsbazar) চকরিয়ার ডুলাহাজারায় অবস্থিত। যাকে ডুলহাজারা বা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কও বলা হয়।

এটি কক্সবাজার জেলা থেকে প্রায় এক ঘণ্টার পথ। এই পার্কটিতে প্রাকৃতিক উদ্ভিদ এবং কিছু প্রাণী রয়েছে (চিড়িয়াখানা হিসাবে)।

শুধুমাত্র হাতি এবং হিপপোটামাস গোত্রে পশু খোলা জায়গায় রাখা হয়।

পার্কিং স্পেস প্রায় নয় বর্গ কিলোমিটার।এই পার্কে একশ পঁয়ষট্টি প্রজাতির প্রাণী রয়েছে।

পার্কের প্রধান আকর্ষণ হল কালো ভাল্লুক, ময়ূর, কুমির, বন্য হাতি, হিপ্পোটেমাস, বাঘ, সিংহ, অজগর ইত্যাদি।

ডুলাহাজরা সাফারি পার্ক কোথায় অবস্থিত

চকরিয়া থানা থেকে ১০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার (cox’sbazar) জেলা সদরের দক্ষিণ বন বিভাগের ফাঁসিয়াখালি রেঞ্জের আওতাধীন ডুলাহাজারা ব্লকে অবস্থিত।

মূলত হরিণ প্রজনন কেন্দ্র হিসেবে ১৯৯৯ খ্রিস্টাব্দে বাংলাদেশ বন ও পরিবেশ মন্ত্রণালয় কর্তৃক এই পার্কটি প্রতিষ্ঠিত হয়।

এই সাফারি পার্কটি ৯০০ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত।

বাংলাদেশ বন বিভাগের দেয়া তথ্যমতে, এই পার্কটিতে বছরে প্রায় ১,০০,০০০ পর্যটক ভ্রমণ আসেন, এবং পার্কের প্রবেশ মূল্য খুবই কম মাত্র ৳৫০ (পঞ্চাশ টাকা)।

এই সাফারী পার্ককে অনেকেই সাফারী পার্ক হিসাবে মানতে নারাজ।

কারন এখানে প্রাকৃতিক অবকাঠামোর বদলে রয়েছে অত্যাধুনিক ও কৃত্রিম অবকাঠামো।

যা পার্কের প্রাকৃতিক কাঠামোর পরিমান কমিয়ে দিয়েছ।

এখানে রয়েছে আটটি ব্লক।মুক্ত পরিবেশ।

পরিবারের সদস্যদের নিয়ে নিড়িবিলি কাটানোর অসাধারণ পরিবেশ।রয়েছে সার্বিক নিরাপত্তা।

কি কি দেখবেন ডুলাহাজরা সাফারি পার্ক এ

ডুলাহাজরা সাফারি পার্ক (Dulahazra safari park) মুলত হরিন প্রজনন কেন্দ্র।তাই বলে অন্যান্য প্রানী নেই তা নয়।

এখানে বাঘ, সিংহ, হাতি, ভালুক, গয়াল, কুমির, জলহস্তী, মায়া হরিণ, সম্বর হরিণ, চিত্রা হরিণ, প্যারা হরিণ প্রভৃতি প্রাণীও রয়েছে।

এই পার্কে স্বাদুপানির কুমির যেমন আছে, তেমনি আছে লোনা পানির কুমির।

আরো রয়েছে নাম না জানা অসংখ্য পাখী যাদের কলকাকলিতে অন্য রকম শিহরন অনুভব করবেন।

সামান্য কিছু পশুপাখী খাঁচায় আবদ্ধ থাকলেও অধিকাংশ রয়েছে মুক্ত পরিবেশে।তাদের বিচরণের জন্য রয়েছে বিরাট উন্মুক্ত এলাকা।

এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের জন্য রয়েছে বিশ্রামাগার ও ডরমেটরী।

নিরাপদে সৌন্দর্য উপভোগ করার জন্য রয়েছে বেশ কিছু পর্যবেক্ষন টাওয়ার।

টাওয়ারের চূড়ায় উঠে উপভোগ করা যায় পার্কের নয়ানাভিরাম দৃশ্য ও পাখিদের মিষ্টি কলকাকলি।

দেখতে পারবেন সুবজ আর নিলাভ সমুদ্রের মিতালী।

অসংখ্য সিঁড়ি বেঁয়ে উপরে উঠার পর উপভোগ করতে পারবেন স্বর্গীয় সৌন্দর্য যা কখনোও ভুলতে পারবেন।

Dulahazra safari park

ডুলাহাজরা সাফারী পার্কে কিভাবে যাবেন

আকাশ পথে

ঢাকা থেকে কক্সবাজার আসতে সবচেয়ে সহজ উপায় হচ্ছে বিমান যোগাযোগ।

ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র ৪৫মিনিটে পৌঁছাতে পারেন বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক সমুদ্র সৌকত কক্সবাজারে।

কয়েকটি উড়োজাহাজ কম্পানির নাম হলো – নভোএয়ার, ইউএস বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ, ইউনাইটেড এয়ারওয়েজ।

এছাড়া রয়ছে বাংলাদেশ বিমান।

সড়ক পথে

এছাড়া রয়েছে বিভিন্ন মানের বাস সার্ভিস।

যাদের ভাড়া ৯০০ থেকে ২০০০ টাকা।গ্রীন লাইন, সেন্টমার্টিন পরিবহন, সোহাগ পরিবহন, ইউনিক পরিবহন।আরো আছে হানিফ পরিবহন, শ্যামলী পরিবহন।

বাস গুলোর মধ্যে আছে নন এসি, এসি ও এসি স্লিপার কোচ। যা আপনাকে সড়ক পথে এনে দিবে আকাশ পথের আভিজাত্য।

আপনাকে থাকতে হবে কক্সবাজারের কোন একটি হোটেলে।

কক্সবাজারে (cox’sbazar) রয়েছে পর্যটকের জন্য সাড়ে ৪ শতাধিক আবাসিক হোটেল মোটেল, রিসোর্ট এবং কটেজ।

ঢাকা থেকেই ফোন দিয়েই বুকিং দিতে পারেন।

বাংলাদেশ পর্যটন করপোরেশন কর্তৃক পরিচালিত মোটেল শৈবাল (ফোন -০৩৪১-৬৩২৭৪) 

তারকা মানের সিগাল হোটেল (ফোন নং-০৩৪১-৬২৪৮০-৯১) 

সি-প্যালেস (ফান নং-০৩৪১-৬৩৬৯২, ৬৩৭৯২, ৬৩৭৯৪, ৬৩৮২৬) 

হোটেল সি-ক্রাউন (০৩৪১-৬৪৭৯৫, ০৩৪১-৬৪৪৭৪, ০১৮১৭ ০৮৯৪২০) 

মিডিয়া ইন্টারন্যাশনাল (০৩৪১-৬২৮৮১-৮৫ ৬২৮৮১-৮৫) 

ওসান প্যরাডাইস লি. (০১৯৩৮৮৪৬৭৫৩) উল্লেখ্যযোগ্য। 

এখানে এক রাত্রি যাপনের জন্য রয়েছে এক হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার টাকা দামের কক্ষ।

যারা থাকার জন্য এত খরচ করতে চাচ্ছেননা। তাদের জন্য কমমূল্যে থাকার হোটেলও রয়েছে।

হোটের সীগালের পিছনে রোডে অর্থাৎ কলাতলি রোডের হোটেলগুলোতে মাত্র ৫০০ টাকাতেও থাকা যায়।

আপনি কি কখনও ডুলাহাজরা সাফারী পার্ক পরিদর্শন করেছেন? আপনার কাছে এটা কি রকম লেগেছ? আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন ! অথবা আমাদের কোন তথ্যের কমতি থাকলে কমেন্টস করুন।

আরো পোষ্ট পড়তে ক্লিক করুনঃ

সেন্টমার্টিন কক্সবাজার (saintmartin)

সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ Our Coxsbazar টিম দায়ী থাকবে না।

Post a Comment

0 Comments

হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজার (Hotel Sea World Cox'sbazar)