হোটেল কল্লোল কক্সবাজার (Hotel kollol)

 হোটেল কল্লোল কক্সবাজার এর অবস্থান কল্লোল পয়েন্ট, হোটেল মোটেল জোন, কক্সবাজার।

বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক ভাবে গড়ে উঠা সুমদ্র সৈকত কক্সবাজার।এই সৈকতের লাবনী বিচে গড়ে উঠেছে এই আধুনিক হোটেল। কক্সবাজার হোটেল এর শহর বললে ভুল বলা হবে না।

এটি একটি তিন তারকা মানের হোটেল।এই রুমগুলো ডেকোরেশন ও সুযোগ সুবিধা অনেক উন্নত।

হোটেলের প্রতিটি রুম শীতাতপ নিয়ন্ত্রিত।প্রতিটি রুমে আছে ব্যালকনি, কাপড় লন্ড্রী করার জন্য ইস্ত্রি, আছে বাথটাব।

রুমগুলো সাউন্ডপ্রুফ।কমপ্লিমেন্টারী পানি ও চা কফি তৈরীর সরঞ্জামাদি।২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা ও রুম সার্ভিস।

আছে প্রতিটি রুমে ল্যান্ড ফোনের ব্যবস্থা।কেবল কানেশন সহ এল ই ডি টিভির ব্যবস্থা।

হোটেল কল্লোল কক্সবাজার রুমের ধরণ ও সুবিধাবলীঃ

রয়েল স্যুট ক্যাপল বেডঃ

  • এ / সি Royal Suite Couple Bed AC (Sea View)
  • টেলিভিশন
  • টেলিফোন
  • গরম এবং ঠান্ডা জল
  • বাথটব
  • রেফ্রিজারেটর
  • ফ্রি ওয়াই ফাই
  • পার্কিং ব্যাবস্থা

এক্সিকিউটিভ ডিলাক্স ট্রিপল বেড এসি (সি ভিউ)

  • Executive Deluxe Triple Bed AC (Sea View)এ / সি 
  • টেলিভিশন
  • টেলিফোন
  • গরম এবং ঠান্ডা জল
  • বাথটব
  • রেফ্রিজারেটর
  • ফ্রি ওয়াই ফাই
  • পার্কিং ব্যাবস্থা

ডিলাক্স কাপল বেড এসি (সি ভিউ)

  • Deluxe Couple Bed AC (Sea View)টেলিভিশন
  • টেলিফোন
  • গরম এবং ঠান্ডা জল
  • রেফ্রিজারেটর
  • ফ্রি ওয়াই ফাই
  • পার্কিং ব্যবস্থা
  • এ/সি

ডিলাক্স কাপল বেড নন এসি (হিল ভিউ)

  • Deluxe Couple Bed Non AC (Hill View)টেলিভিশন
  • টেলিফোন
  • ফ্রি ওয়াই ফাই
  • পার্কি ব্যবস্থা

সুপার ডিলাক্স ট্রিপল বেড নন এসি (হিল ভিউ)

  • Super deluxe triple bed no AC (hill view)টেলিভিশন
  • টেলিফোন
  • ফ্রি ওয়াই ফাই
  • পার্কিং ব্যবস্থা

হোটেল সীগাল কক্সবাজার একটি ল্যাক্সারী আবাসন

হোটেল সী ক্রাউন কক্সবাজার

হোটেল কল্লোল কক্সবাজার ভাড়ার তালিকা এক নজরে:

যদিও হোটেলটি তিন তারকা মানের তবুও এতে স্পেশাল কিছু রুম বিদেশীদের কথা মাথায় রেখে সাজানো হয়েছে।সেগুলো পুরোপুরি ওয়েস্টার্ন হোটেল গুলির আদলে তৈরী করা হয়েছে।অনেক আধুনিক সুবিধা সম্বলিত এই রুমগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর।১২০০ টাকা থেকে শুরু করে ৭৫০০টাকা পর্যন্ত রুমের ভাড়া কোয়ালিটি ভেদে নির্ধারণ করা হয়েছ।

Room TypeRoom Price (BDT)
Royal Suite Couple Bed AC with Living Room (Sea View)7500/-
Deluxe Couple Bed AC (Sea View)5500/-
Executive Deluxe Triple Bed AC (Sea View)6500/-
Deluxe Couple Bed Non AC (Hill View)4000/-
Super Deluxe Triple Bed Non AC (Hill View)4500/-
রুম ট্যারিফ – www.ourcoxsbazar.com

* 15% সার্ভিস চার্জ রুমের ট্যারিফের সাথে যুক্ত করা হবে।

* দাম বিভিন্ন কারণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।তাই রুম বুকিং এর আগে সঠিক ভাড়া দেখতে হোটেল কল্লোল কক্সবাজার এর ওয়েব সাইট ক্লিক করুন।

রুমের সাধারণ সুবিধাবলীঃ

  • আগে থাকুন, পরে ভাড়া প্রদান করুন (Stay first, pay after)
  • কম্পিমেন্টারী সকালের খাবার (Complimentary Breakfast)
  • দিন-রাত রেস্তোঁরা খোলা (24 Hour Restaurant)
  • লাইভ মিউজিক (Live Music)
  • লাইভ বার বি কিঊ (Live BBQ)
  • ওপেন স্কাই রেস্তোঁরা (Open Sky Restaurant)
  • ২৪ ঘন্টা রুম পরিষেবা (24 hour Room service)
  • বিনামূল্যের ইন্টারনেট সুবিধা (Free WiFi)

হোটেল কল্লোল কক্সবাজার খাবার সুবিধা

এখানে আগত অতিথিদের চাহিদা অনুযায়ী খাবার সরবরাহ করা হয়।এখানে বাংলাদেশী,ইন্ডিয়ান,চাইনিজ ও থাই খাবারের পাশাপাশি নিজের দের তৈরী স্পেশাল কিছু রেসিপির ব্যবস্থা আছে।আছে কক্সবাজার এর স্থানীয় খাবার ও সী ফুড।

খাবার তৈরী থেকে পরিবেশন পর্যন্ত পরিস্কার পরিচ্ছন্নতার দিকে সর্বচ্চো নজর দেওয়া হয়।এই হোটেলের খাবারের মান অনেক ভালো। খাবারে বৈচিত্রা রয়েছে।

সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই আমাদের কক্সবাজার ব্লগে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল নাও থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে Our Coxsbazar টিম দায়ী থাকবে না।

Post a Comment

0 Comments

হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজার (Hotel Sea World Cox'sbazar)